বনপাড়া ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় যাজক ও পাল-পুরোহিতদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব উদযাপন
গত ৪ আগষ্ট বনপাড়া ধর্মপল্লীতে সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে। সাধু জন মেরী ভিয়ান্নী হলেন সকল ধর্মপ্রদেশীয় যাজক ও পাল- পুরোহিতদের প্রতিপালক। এদিন ফাদারদের পর্ব উপলক্ষে সকাল ৬.০০ টায় পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয় শোভাযাত্রা সহকারে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার দিলীপ এস কস্তা এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও ৩ জন ফাদার। […]