ফৈলজানা ধর্মপল্লীতে বিশ্ব প্রবীন দিবস উদযাপন
২৩ জুলাই ফৈলজানা ধর্মপল্লীর সাধু ফ্রান্সিস জেভিয়ার ক্যাথলিক গীর্জায় বিশ্ব দাদা-দাদী ও প্রবীন দিবস উদযাপন করা হয়। রবিবাসরীয় খ্রিস্টযাগে প্রবীনদের উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং তাদের শুভেচ্ছা জানানো হয়। খ্রিস্টযাগে উপদেশ বাণীতে ফাদার এ্যাপোলো রোজারিও সিএসসি বলেন, ” আজকে আমাদের মধ্যে যারা প্রবীন ব্যক্তিগণ রয়েছেন তারা প্রত্যেকেই অনেক অভিজ্ঞ মানুষ। তাদের কাছে আমাদের অনেক কিছু […]