পিতা-মাতাদের অংশগ্রহণে দিনব্যাপী সেমিনার
পিতা-মাতা সন্তান জন্মদানের মাধ্যমে ঈশ্বরের সৃষ্টির কাজে সহায়তা করেন। একজন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে পিতা-মাতার এই মহান দায়িত্ব পূর্ণতা পায় বলে ফাদার উইলিয়াম মুর্মু সোনাডাইং গ্রামে পিতা-মাতাদের অর্ধদিবসব্যাপী সেমিনারে উল্লেখ করেন। রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন, রাজাবাড়ির সহায়তায় আন্ধারকোঠা ধর্মপল্লীর অধীনস্থ ৬টি গ্রামের ১৭০ জন পিতা-মাতার অংশগ্রহণে “সন্তানদের জীবনে ন্যায় […]