কাটেখ্রিস্ট ও ধর্মশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
গত ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত রাজশাহী ধর্মপ্রদেশের পিএমএস-এর আয়োজনে ‘বাণীপ্রচার ও সিনোডাল মণ্ডলি’ এই মূলভাবকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে কাটেখ্রিস্ট ও ধর্মশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ৪৮ জন কাটেখ্রিস্ট ও ধর্মশিক্ষক অংশগ্রহণ করে। ১৫ জুন বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মশালাটির শুভ উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন […]