মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন বিষয়ক সেমিনার :
মুশরইল ধর্মপল্লীর আয়োজনে ৯ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার মহিলাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন বিষয়ক সেমিনার’। এতে উপস্থিত ছিলেন অত্র ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফা.উইলিয়াম মুর্মু, ডিকন নরেশ মার্ডী, ধর্মপল্লীর সিস্টারগণ, ব্রাদার উজ্জ্বল গমেজ এবং ধর্মপলীর বিভিন্ন গ্রাম থেকে আগত ৪৫ জন মহিলা (মা)। সিস্টার নিয়তি কস্তা তাঁর ‘ শিশুদের শিক্ষায় […]