বনপাড়া ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়ায় ফাদার-সিস্টারদের মিলনমেলা ও সহভাগিতা সেমিনার
গত ১২ মে ২০২৩ খ্রিস্টাব্দ ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে ‘নিবেদিত জীবনে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’-মূলসুরের উপর ভিত্তি করে দক্ষিণ ভিকারিয়ায় সেবারত ফাদার-সিস্টারদের জন্য বনপাড়া ধর্মপল্লীতে অর্ধদিবসব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধর্মপল্লী হতে ৩৮ জন ফাদার-সিস্টার অংশগ্রহণ করেন। এসএমআরএ সিস্টারদের পরিচালনায় ক্ষুদ্র প্রার্থনার মধ্য দিয়ে সেমিনার আরম্ভ হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন […]