ভূতাহারা ধর্মপল্লীর সংবাদ
১৬ জানুয়ারি ভূতাহারা ধর্মল্লীর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থস্থানে তীর্থ করতে যান। এই তীর্থ যাত্রায় মোট অংশগ্রহণকারী ছিল মোট ৫০ জন। তারা বাস যোগে রোজারীমালা প্রার্থনা করতে করতে তীর্থস্থানে যান এবং রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থের মহা খ্রিস্টযাগে যোগদান করেন এবং মানত দান করে মা মারীয়ার আশির্বাদ গ্রহণ করে নিজ নিজ বাড়ীতে ফিরে […]