সুরশুনিপাড়া ধর্মপল্লীতে যিশুর নিবেদন পর্ব পালন ও হস্তার্পণ সংস্কার অনুষ্ঠিত
জেরুসালেমের মন্দিরে যিশুকে নিবেদন পর্বটি প্রথম পালিত হয়, চতুথ শতাব্দীর শেষের দিকে। পর্বটি পালন করা হয় খ্রিস্ট জন্মোৎসবের চল্লিশ দিন পরে। এই পর্বে এই কথা স্মরণ করা হয় যে, মারীয়া ও যোসেফ যিশুর জন্মের চল্লিশ দিন পরে মোশীর বিধান অনুযায়ী জেরুসালেমের মহামন্দিরে গিয়ে তাঁকে তাঁর পরম পিতার চরণে নিবেদন করেছিলেন। প্রাক্তন সন্ধির নিয়ম অনুসারে প্রথম […]