জীবনকালে আমরা যাদের ভালবেসেছি, মৃত্যুতে কি আমরা তাদের ভুলে যেতে পারি !
মণ্ডলি জন্মলগ্ন থেকেই মিশনারী বা প্রেরণধর্মী। এই প্রেরণকাজ করার জন্যই মিশনারীগণ পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে পড়েছে। গত ২ সেপ্টেম্বর এমনই একজন মিশনারীর আত্মার মঙ্গল কামনা করে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয়জন ও ভালবাসার মানুষ ফাদার এমিলিও স্পিনেলী, পিমে। তিনি বাংলাদেশ মণ্ডলিতে বিশেষ করে রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার রহনপুর, চাঁনপুকুর ও […]