নবাই বটতলা ধর্মপল্লীতে পুণ্য সপ্তাহের আধ্যাত্মিক প্রস্তুতি
তালপত্র রবিবার ও যুবক-যুবতীদের ধ্যান সভা : গত ১০ই এপ্রিল ২০২২খ্রি: নবাই বটতলা ধর্মপল্লীতে তালপত্র রবিবার এবং যুবক-যুবতীদের ধ্যান সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবাই বটতলা ধর্মপল্লীতে একটি মাত্র খ্রিস্টযাগ উৎস্বর্গ করা হয়। একটি মাত্র খ্রিস্টযাগ হওয়াতে নবাই বটতলা মিশনে খ্রিস্টভক্তগণ সকাল থেকেই আসতে শুরু করেন। তালপত্র রবিবার পালন করার জন্য খ্রিস্টভক্তগণের অংশগ্রহণ ছিল প্রায় […]