মথুরাপুর ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়া সভা অনুষ্ঠিত
গত ২ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ শনিবার মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার সভা। এর মূলসুর ছিল: ‘সিনোডাল চার্চ: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’। সভায় উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও-ভিকার জেনারেল রাজশাহী ধর্মপ্রদেশ, ফাদার শিশির নাতালে গ্রেগরী- আহ্বায়ক, দক্ষিণ ভিকারিয়া, মি. রতন পেরেরা- সেক্রেটারী দক্ষিণ ভিকারিয়া, ফাদার বাবলু কোড়াইয়া, আহ্বায়ক, পালকীয় সেবাদল, […]