রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীতে রিজেন্টদের নির্জন ধ্যান
রাজশাহী ধর্মপ্রদেশের পাঁচটি ধর্মপল্লী থেকে পাঁচজন রিজেন্ট ২১-২২ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে আন্ধারকোঠা ধর্মপল্লীতে নির্জন ধ্যানে অংশগ্রহণ করে। আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও ‘সম্পর্কে কোমলতা’ মূলভাবের ওপর নির্জন ধ্যান পরিচালনা করেন। রিজেন্টগণ হলেন মাইকেল হেম্ব্রম, জের্ভাস মুর্মু, আলবার্ট ক্রুজ, সনেট কস্তা এবং অনু গমেজ। সন্ধ্যা থেকে রিজেন্টগণ নির্জন ধ্যানে অংশগ্রহণ করে নিজেদের আধ্যাত্মিকভাবে বলবান করার […]