চির নিদ্রায় শায়িত হলেন মন্সিনিয়র মার্শেল ফিলিপ তপ্ন
নিজস্ব সংবাদদাতা রাজশাহী ধর্মপ্রদেশের যাজক মন্সিনিয়র মার্শেল ফিলিপ তপ্ন মাতৃধর্মপল্লী বেণীদুয়ারে চির নিদ্রায় শায়িত হলেন। তিনি বিশদিন যাবৎ আইসিউতে অসুস্থতার সাথে লড়াই করে ২১ মে রাত আটটায় রাজশাহী মেডিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর। ২২ মে সকাল সাতটা ত্রিশ মিনিটে বিশপ হাউজে মন্সিনিয়র মার্শেল ফিলিপ তপ্নের আত্মার চিরশান্তি ও কল্যাণ কামনায় খ্রিস্টযাগ […]