রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপালের তপস্যাকালীন বাণী
শ্রদ্ধেয় ও স্নেহের খ্রিস্টভক্তগণ ও ভাই-বোনেরা, এই বছর মার্চ মাসের ০২ তারিখ ভস্মবুধবার দিন থেকে শুরু হচ্ছে খ্রিস্টীয় প্রায়শ্চিত্তকাল বা উপবাসকাল। এই উপবাসকালে বা প্রায়শ্চিত্তকালে আমাদের প্রতি ঈশ্বরের কি আহ্বান রয়েছে তা আমাদের চিন্তা ও ধ্যান করে দেখা দরকার। এই সময়টি ঈশ্বরই আমাদের দিয়েছেন- যেন আমরা আমাদের পাপ থেকে মন ফিরাতে পারি; যেন আমরা তাঁর […]