ফৈলজানা ধর্মপল্লীতে পালকীয় ও আগমনকালীন সেমিনার অনুষ্ঠিত
গত ১২ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ রোজ রবিবার ফৈলজানা ধর্মপল্লীতে পালকীয় ও আগমনকালীন সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন প্রথম খ্রিস্টযাগ উৎসর্গ করেন পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি এবং দ্বিতীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পালক পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি। দ্বিতীয় মিশার পর প্রতিটি ব্লক থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিগণ সেমিনারে যোগদান করেন। প্রথমেই পালক পুরোহিত উদ্বোধনী […]