সেন্ট্রাল আমেরিকার পানামাতে ভাটিকান দূতাবাসে নিয়োগপ্রাপ্ত সেক্রেটারি ফাদার লিংকু লের্নাড গমেজকে শুভেচ্ছা জ্ঞাপন
গত ১৮ই জুলাই রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে, সেন্ট্রাল আমেরিকার পানামাতে ভাটিকান দূতাবাসে সেক্রেটারি পদে নিয়োগপ্রাপ্ত ফাদার লিংকু লেনার্ড গমেজকে ঘরোয়া পরিবেশে সম্বর্ধনা দেয়া হয়। ভাটিকানের কূটনৈতিক মিশনে যাবার আগে ফাদার লিংকু নিজ ধর্মপ্রদেশ রাজশাহীতে ছুটি কাটাতে বাংলাদেশে আসেন গত ৮ জুলাই। ছুটি শেষে তিনি আগষ্ট মাসের মধ্যে তার নিজ কর্মস্থল পানামার উদ্দেশ্যে যাত্রা করবেন। সম্বর্ধনা […]