বনপাড়া ধর্মপল্লীতে হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান
গত ৩০ মে সমগ্র বিশ্বমণ্ডলীতে পালন করা হয় ত্রি-ব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব। এই বিশেষ দিনে লূর্দের রাণী মা মারীয়ার ধর্মপল্লী, বনপাড়াতে ১২৩ জন ছেলে-মেয়েকে হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করা হয়। পবিত্র এই সাক্রামেন্ত গ্রহণের প্রস্তুতি স্বরূপ শিক্ষক-শিক্ষিকাগণ গ্রামভিত্তিক এবং মিশন প্রাঙ্গণে ফাদার ও সিস্টারগণ বিশেষ ধর্মশিক্ষা দান করেন। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস […]