রক্ষাকারি মায়ের কোলে নিবেদিতদের মিলন
বরেন্দ্রদূত রিপোর্টার গত ১৭ মে, নবাই বটতলা অবস্থিত রক্ষাকারি মা মারীয়ার ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার যাজক ও ব্রতধারীনিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মধ্য ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী এবং কনভেন্ট থেকে ১৯জন সিস্টার, ১৩জন যাজক এবং ১জন ব্রাদার সভায় উপস্থিত ছিলেন। প্রতি বছর পাস্কা পর্বের পর নির্ধারিত কোনো ধর্মপল্লী বা প্রতিষ্ঠানে যাজক ও ব্রতধারীনিরা মিলিত হোন- জীবন […]