ধর্মহাটা গির্জায় শ্রমিক সাধু যোসেফের পর্ব উদযাপন
গত ১ মে, ২০২১ খ্রিস্টাব্দ ক্যথিড্রাল ধর্মপল্লীর অধীনস্থ ধর্মহাটা গির্জায় অত্যন্ত ভাবগাম্ভির্যপূর্ণ ও উৎসবমুখর ভাবে শ্রমিক সাধু যোসেফের পর্ব উদযাপন করা হয়। পর্বের প্রস্তুতি স্বরূপ তিনদিনের বিশেষ নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন সকাল ১০:৩০ মিনিটে সাধু যোসেফের মূর্তি নিয়ে শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রিস্টযাগ শুরু করা হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার […]