শিশুমঙ্গল সেমিনার অনুষ্ঠিত
২৩ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ। সকাল থেকেই মূষলধারে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতামাথায় শিশুরা দলে দলে আসতে থাকে। লক্ষ্য শিশুমঙ্গল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ। বৃষ্টিস্নাত দিনে “আমরা যিশুর সেবক সকলে” মূলসুরের উপর শিশুমঙ্গল সংঘের উদ্যোগে মথুরাপুর ধর্মপল্লীতে অর্ধদিবসব্যাপী শিশুমঙ্গল সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ১২০ জন শিশু ও ১৬ জন পরিচালিকা উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগের মধ্য দিয়ে শুরু […]