বিগত ২৯-৩১ মে, ২০১৮ খ্রিস্টাব্দ সময়কালে কারিতাস রাজশাহী অঞ্চলের ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো Students Counseling and Child Psychology বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণটির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, সেক্রেটারি, ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন এবং সভাপতিত্ব করেন মি. ডেনিস সি. বাস্কে, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. দীপক এক্কা, রিজিওনাল ম্যানেজার, আলোঘর প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল। উক্ত প্রশিক্ষণে রাজশাহী ধর্মপ্রদেশের চার্চ পরিচালিত ১৯টি স্কুলের ২৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটিতে অগ্রাধিকার দেয়া হয় পঞ্চম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করেন এমন শিক্ষকগণকে এবং প্রশিক্ষণের বিষয়বস্তু নির্ধারণ করা হয় যথাক্রমে- ১। এরিক এরিকসনের আটটি ধাপ ও শিক্ষকগণের করণীয় বিভিন্ন দিক, ২। কিশোর বয়সের পরিবর্তনের বিভিন্ন দিক ও শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রতি করণীয় এবং ৩। স্টুডেন্ট কাউন্সেলিং কি, এর গুরুত্ব ও কাউন্সেলিং কৌশল। উক্ত বিষয়গুলো সহভাগিতা করেন সিস্টার যোসফিন রোজারিও, এসএসএমআই, ঢাকা। এছাড়া নির্ধারিত বিষয়ের আলোকে দলীয় আলোচনা, দলীয় প্রতিবেদন উপস্থাপন, পর্যালোচনা ও করণীয় বিষয়ে সহভাগিতা করেন ফাদার পল গমেজ, সেক্রেটারি, ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন এবং মি. অসীম ক্রুশ, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম। প্রশিক্ষণে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষকগণ বলেন, প্রশিক্ষণটির গুরুত্ব বর্তমানে অনেক বেশী। তাই প্রতিটি স্কুলে এ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণকে দায়িত্ব দিয়ে কাউন্সেলিং-এর কাজ শুরু করানো। এতে আমরা মনে করি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাসহ মনস্তাত্ত্বিক সমস্যাও অনেকাংশে সমাধান করা যাবে। উল্লেখ্য যে প্রশিক্ষণটি কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম কর্তৃক আয়োজন করা হয়।
তথ্য প্রদানে: মি. অসীম ক্রুশ
কারিতাস রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত হলো Students Counseling and Child Psychology প্রশিক্ষণ-২০১৮
Please follow and like us: