যীশু বাউলের কথা
ক্ষেত-খামার আর গৃহস্থালী করার সাথে সাথে
বাড়ন্ত বয়সের কিশোরটি স্কুলে যেত,
ভোরবেলার খ্রিস্টযাগে অংশগ্রহণ করতো
মিশনারী যাজকদের সাথে খ্রিস্টযাগে সেবক হতো।
দীন-দরিদ্র পরিবারে কিশোরটির
হৃদয় ভূমিতে খ্রিস্ট বিশ্বাস দৃঢ় হতে থাকে,
পড়া-শুনার দৃঢ় ইচ্ছার সাথে সাথে
কিশোরটি যাজক হবার স্বপ্ন দেখে।
ভয় মিশ্রিত সাহস নিয়ে
কিশোরটি সেমিনারীতে যাবার ইচ্ছা প্রকাশ করে
বর্ষিয়ান পালক পুরোহিত এক বুক আশা নিয়ে
কিশোরটিকে আশীর্বাদ করে বলেন-
তুমি শুধু ‘যাজক’ নয় ঈশ্বর চাইলে
‘বিশপও হবে’-ধার্মিক মিশনারী ফাদারের
আশিস বাণীর পূর্ণতা পেল; তিনিই সেই কিশোর
রাজশাহী ধর্মপ্রদেশের বর্তমান নমস্য বিশপ জের্ভাস রোজারিও।
তারই ৭০তম জন্ম বার্ষিকী আজ : শুভেচ্ছা-অভিনন্দন প্রার্থনার ডালি তোমারই জন্য
ঐশ কৃপা-আশিস ধারা
তোমার বিশপীয় সেবা দায়িত্ব পূর্ণ ও পুণ্য হোক
ভক্তজনের নিত্য প্রার্থনায়,
তোমার কর্মযজ্ঞ শুভ-সুন্দর; মহান হোক!
শুভ চেতনায়; শুভ জন্মদিন
ফিরে আসুক বারে বার আনন্দময় জীবন ছন্দে।