উপাসনা সঙ্গীত: আমার অভিজ্ঞতা
আগষ্টিন রোজারিও খ্রিস্টিয় উপাসনা সঙ্গীত হলো পবিত্র খ্রিস্টযাগের প্রাণ। উপাসনা সঙ্গীত হলো খ্রিস্টযাগের একটা গুরুত্বপূর্ণ অংশ। সাধু আগষ্টিন বলেছেন- ‘যে ভাল গান করে, সে দু’বার প্রার্থনা করে’। তাই আমরা যেন খ্রিস্টযাগে ভক্তি, বিশ্বাস, আধ্যাত্মিকতাপূর্ণ মনোযোগ সহকারে উপাসনা সংগীতগুলো পরিবেশন করি। প্রতি ধর্মপল্লীতে একটি গানের দল থাকে। গানের দল ভাল করলে উপাসনা হয়ে উঠে অর্থপূর্ণ, প্রাণবন্ত […]