গত ২৭ সেপ্টেম্বর, ভূতাহারা সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের নেতৃত্বে ধর্মপল্লীর পালকীয় পরিষদের উদ্যোগে ও সংঘের সার্বিক সহায়তায় মহাসমারোহে জাকজমকপূর্ণভাবে সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের পর্ব দিবস উদযাপন করা হয়। পর্ব ও ব্রত নবায়নকে ঘিরে আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ তিন দিনের নভেনা, রোজারিমালা প্রার্থনা ও পাপস্বীকারের আয়োজন করা হয়। পর্বদিনের খ্রিষ্টযাগে প্রধান পৌরহিত্যকারী ছিলেন ফাদার স্বপন পিউরীফিকেশন। মূলসুর ছিলো “এসো দরিদ্র হই, যীশুর ভালবাসা লই”। অনুষ্ঠানসূচীতে ছিলো পবিত্র খ্রিস্টযাগ, দরিদ্রদের মাঝে সামান্য উপহার প্রদান ও রোগী-বয়স্ক ব্যক্তিদের দ্রব্যাদি দিয়ে সাহায্য প্রদানসহ রোগ নিরাময় সংস্কার ও পবিত্র খ্রিষ্টপ্রসাদ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৮০ জন।
Please follow and like us: