গত ৩-১০ অক্টোবর ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে “এসো যিশু আমার অন্তরে, আনন্দে নাচবো সকলে” মূলসুরকে কেন্দ্র করে প্রথম কম্যুনিয়ন প্রার্থীদের জন্য ক্লাস ও প্রথম কম্যুনিয়ন সংস্কার প্রদান করা হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৮৮ জন অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ছিলো পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সম্পর্কে মাণ্ডলিক শিক্ষার আলোকে বিভিন্ন জনের সহভাগিতা, রোজারিমালা প্রার্থনা, বাইবেল সহভাগিতা, পবিত্র আরাধনা, ক্রুশ চুম্বনসহ ক্রুশের আরাধনা এবং প্রতিদিনকার খ্রিস্টযাগ। ছেলে-মেয়েদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য নাচ-গান, অভিনয় ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম কম্যুনিয়ন সংস্কার প্রদান, খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা। তিনি তার সহভাগিতায় বলেন, আমাদের যিশুর পথে চলতে হলে জাগতিক সব কিছুর মায়া ছাড়তে হবে ঠিক মঙ্গল সমাচারে বর্ণিত ধনী যুবকের মতো। তোমরা আজ খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণের মধ্য দিয়ে সত্যিকারভাবে যিশুর পথে চলার শক্তি পাবে তার পবিত্র দেহ-রক্তেরই মধ্য দিয়ে। মনে রেখো, এই দিন হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে সুন্দরতম একটি দিন। ”
মধ্যাহ্ন ভোজের পর খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী ছেলে-মেয়েরা আনন্দের সঙ্গে তাদের পরিবারে ফিরে যায়। প্রভু যিশুখ্রিস্ট তাদের সকলকে আশীর্বাদিত করুন।
ভূতাহারা ধর্মপল্লীতে প্রথম কম্যুনিয়ন সাক্রামেন্ত প্রদান
Please follow and like us: