“শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না”-এ মূলভাবকে কেন্দ্র করে ২৬-২৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: রোজ রবিবার মুন্ডুমালা ধর্মপল্লীতে পালন করা হয় পবিত্র শিশু মঙ্গল দিবস। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পরিচয় পর্ব, উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিভার বিকাশের মধ্যদিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

সকাল সাতটায় পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচী শুরু করা হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পালক-পুরোহিত ফাদার বার্ণাড টুডু এবং সহার্পিত খ্রিস্টযাগে ছিলেন ফাদার পৌল পিটার কস্তা। তিনি তাঁর উপদেশে শিশুদের বিশেষ যত্ন দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন শিশুদের ছোট বেলা থেকেই খ্রিস্টীয় শিক্ষা দীক্ষায় বেড়ে উঠতে সাহায্য করতে হবে। কেননা শিশুরাই হল আগামী দিনের ভবিষ্যত। তাছাড়া তিনি আরো বলেন যে, শিশুদের অনেক ভালবাসতে হবে। কারণ, তারা ভালবাসা পেলে অন্যদের ভালবাসতে শিখাবে এবং মা-বাবার বাধ্য সন্তান হয়ে উঠবে।

তারপর শিশুদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা তোমাদের মা-বাবাকে তোমাদের কথায় বা তোমাদের কাজে কর্মে কষ্ট দিওনা। কারণ, তাদের ভালবাসা ছাড়া তোমরা কেউই জগতের মুখ দেখতে পেতে না। তাই পিতা-মাতাকে খুশি রাখা তোমাদের দায়িত্ব। শিশুদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়। খেলাধুলার শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দুপুরের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১১২ জন শিশু ১২ জন এ্যানিমেটর ২ জন ফাদার ২ জন সিস্টার অংশগ্রহণ করে।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: