জন-জীবনের কথা
ফাদার সাগর কোড়াইয়া
সিলেটবাসীর চোখে ভানভাসি জল
তলিয়ে যাচ্ছে বিমানবন্দর থেকে হযরত শাহ্ জালালের মাজার,
কুড়িগ্রাম বন্যার পানিতে তলিয়ে যাবার অপেক্ষায়;
খবর আসে বাড়ছে মানিকগঞ্জে যমুনার ফল্গুধারা
রাজশাহীতে তখন আম্রমধুর স্বাদ আস্বাদন।
পদ্মার বুক চিরে সেতুবন্ধন
এসে দাঁড়িয়েছে উদ্বোধনের দোরগোড়ায়
মিলনতিথি লাখ মানুষের উন্মাদনায় রাজধানী থেকে
দক্ষিণের প্রান্তসীমায় অপেক্ষমান।
ঋতু বদলের মূহুর্তকালে
বরেন্দ্রের ধান কাঁটা হলো সারা
আবারো জমি কর্ষণের তোড়জোড় চাষীর পেশীবহুল বাহুতে।
এ সবই তো এক নতুন বার্তা প্রকাশিতে
নতুন করে নতুনের আহ্বানে
বঙ্গভূমে নতুন ইতিহাস রচনার অভিপ্রায়ে
ক্যাথিড্রাল থেকে ক্যাথিড্রাল কাননে
সুবাসিত স্নিগ্ধ সৌরভ সুরধ্বনী সংযোজনে।
রাজশাহী শহরের উজ্জ্বল আলোয় রাত হয়েছে দিন
শহর থেকে দৌঁড়ে পালানো চাঁপাইমুখী বড় রাস্তায় দাঁড়িয়ে
ক্যাথিড্রালের ক্রুশচূড়া হাতছানি দিয়ে ডাকে
ঘন্টাধ্বনী আকাশ-বাতাস বিদীর্ণ করে ঘোষণা করে
নব মনোনীত বিশপের সুসংবাদ।
বার্তা আসে ভাটিকান থেকে বাংলাদেশে
‘ঈশ্বর আমাদের সঙ্গে আছেন’
বরিশালে নতুন বিশপের মনোনয়ন;
কাননে মননে বুনন বিশপীয় বার্তা
প্রাচীন পুণ্ডু-বরেন্দ্র ভূমি রাজশাহী ক্যাথিড্রাল থেকে
নদীবিধৌত প্রাচীন চন্দ্রদ্বীপ বরিশাল ক্যাথিড্রাল কাননে
আধ্যাত্মিকতার বৈতরণী নিয়ে যাবেন
নব মনোনীত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।