‘বিশ্বাস ও জীবনাহ্বান নির্ণয়” এই মূলসুর নিয়ে ১৬০ জন জেএসসি পরীক্ষোত্তর ছাত্র-ছাত্রী গত ২১-২৬ নভেম্বর, ২০১৮ মুন্ডুমালা ধর্মপল্লীতে এবং ২০১ জন ছাত্র-ছাত্রী নিয়ে ২২-২৭ নভেম্বর, ২০১৮ খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, রাজশাহীতে জে.এস.সি খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্বাস ও জীবনাহ্বান নির্ণয়, পবিত্র বাইবেল, কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা, পবিত্র সাক্রামেন্তসমূহ, ক্যারিয়্যার প্লান, বয়োসন্ধিকাল, মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার, বাণী প্রচারের নব যাত্রা ও আমাদের করণীয়- এসব বিষয়ের উপর ফাদার-সিস্টার-কারিতাস অঞ্চলের বিভিন্ন ব্যক্তি সহভাগিতা করেন। এছাড়াও প্রার্থনা অনুষ্ঠান, পবিত্র খ্রীষ্টযাগ যেমন অংশগ্রহণকারীদের আধ্যাত্মিক উৎকর্ষতা দান করেছে তেমনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড প্রশিক্ষণের আনন্দকে বৃদ্ধি করেছে।

Please follow and like us: