প্রতি বছরের ন্যায় এবছরও রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ধরমপ্রদেশের যিশু গুরু পালকিয় সেবাকেন্দ্র চাঁদপুকুর ১০০ জন , আভে মারিয়া ক্যাথলিক গির্জা গুল্টাতে ১৫৭ জন এবং খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র রাজশাহীতে ১০৭ জন নিয়ে এস. এস. সি. পরিক্ষৌত্তর খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয় । এই পরিক্ষৌত্তর খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ আয়োজনের প্রধান লক্ষ ছিল যুবক যুবতীরা যেন ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে  পা নাবাড়ায়।
এ বছর এস. এস. সি. পরিক্ষৌত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ ২০২২ এর মুলসুর ছিল :সিনোডাল মণ্ডলী; মিলন , অংশগ্রহণ ও প্রেরণ। প্রতিটি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা হয় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এবং শেষ হয় পবিত্র খ্রিস্টযাগ এবং সনদপত্র বিতরণের মধ্য দিয়ে ।
এবারের প্রশিক্ষণে বিভিন্ন ফাদার এবং প্রফেসর গণ তাদের জীবনের আলোকে বিভিন্ন বিষয়েই সহভাগিো করেন, যেমন বাইবেল সম্পর্কে, বয়ঃসন্ধিকাল , মণ্ডলীর আইন বিষয়ে এবং সিনোডাল মণ্ডলি কি এবং সিনোডাল মণ্ডলি গঠনে আমাদের করণীয় কি সে বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণের সময় বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দেওয়া হয়। সেগুলোর মধ্যে বিশেষভাবে বিভিন্ন সাধু সাধ্বীর জীবনী পাঠ এবং তার উপর নাটিকা প্রতিযোগিতা , উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ছিল অসাধারণ। এতে করে তাদের প্রতিভা বিকাশের একটা সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা। এঝাড়াও এ প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, ব্রাদার এবং সিস্টারগণ তাদের জীবনাহব্বান সহভাগিতা করেন, যাতে করে, ছাত্র-ছাত্রীরা তাদের জীবন আহ্বান নির্ধারণ করার সুযোগ লাভ করতে পারে।
কর্মশালায় শেষের দিন এক্সপোজারও ব্যবস্থা ছিল। এক্সপোজার এর মধ্যে ছিল গ্রাম পরিদর্শণ , ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং বিনোদন। সকলে আনন্দের মাঝে অনেক শিক্ষণীয় বিষয় বের করে নিতে পেরেছিলেন।
পবিত্র খ্রিস্টযাগ এবং সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এস. এস. সি. পরিক্ষৌত্তর খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ ২০২২  এর সমাপ্তি হয় । বাড়ি ফিরে যাওয়ার সময় সকালে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ডেইজি মারিয়া তপ্ন বলেন, “অনেক কিছু শেখার আছে কিন্তু সময়টা অনেক কম, তাও যতটুক পেরেছি নিজের জীবনে কাজে লাগানোর রসদ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি ।”
বরেন্দ্রদূত রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: