“জীবনাহ্বানে যুব সমাজ, প্রাণবন্ত খ্রিস্টমণ্ডলী” এই মূলসুরের উপর এবছর রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্দ্যেগে ‘এইচ.এস.সি পরীক্ষা-উত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ ২০১৯’ – এর আয়োজন করা হয়েছিল গত ২৬ মে থেকে ০২ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, রাজশাহী। উক্ত প্রশিক্ষণে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১২৫ জন। এয়াড়াও প্রশিক্ষণে ২ জন ফাদার, ৬ জন সিস্টার এবং ১০ জন এনিমেটর সার্বক্ষণিক সহায়তা প্রদান করেন। সন্ধ্যায় রেজিষ্ট্রেশন, উদ্বোধনী অনুষ্ঠান, পবিত্র খ্রিস্টযাগ, পরিচিতি পর্বের মাধ্যমে গঠন প্রশিক্ষণের যাত্রা শুরু হয়। উদ্বোধনী পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা। এরপর যথক্রমে রুটিনমাফিক কার্যক্রম চলতে থাকে। এই গঠন প্রশিক্ষণে যেসকল বিষয়ের উপর ক্লাস প্রদান করা হয় তা হলো: খ্রিস্টমণ্ডলীর ইতিহাস, খ্রিস্টবিশ্বাসের ভিত্তি : বিশ্বাস মন্ত্র, মাণ্ডলিক আইন (বিবাহ সংক্রান্ত), কাউন্সিলিং, পরিবার জীবনের বর্তমান বাস্তবতা, যুব জীবনের চ্যালেঞ্জসমূহ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইসিটি’র দায়িত্বশীল ব্যবহার, মাদকাসক্তির কারণ ও করণীয়, শারীরিক ও মানসিক যত্ন, ক্যারিয়ার প্লান, আমি প্রভুর দাসী! আপনি যা বলেছেন আমার তাই হোক, সমাজ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়ন, পবিত্র বাইবেল: শিষ্যচরিত ও পত্রসমূহ, যুবাদের মণ্ডলীতে অধিকার, দায়িত্ব-কর্তব্য ও করণীয়। এছাড়াও ছিল দিনব্যাপী পালকীয় অভিজ্ঞতা, যার সাহায্যে অংশগ্রহণকারীগণ বিভিন্ন পরিবারে গিয়ে জীবনাভিজ্ঞতা করতে সক্ষম হয়েছে। শেষ দিনে সমাপনী পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার পল গমেজ। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধন্যবাদমূলক বক্তব্যের মাধ্যমে গঠন প্রশিক্ষণের সমাপনী টানা হয়।
রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো এইচ.এস.সি পরীক্ষা-উত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ- ২০১৯খ্রিস্টাব্দ
Please follow and like us: