ঘুমিয়ে গেছে গানের পাখী
(প্রয়াত ফাদার সুনীল ডানিয়েল রোজারিও করকমলে)

বড়াল নদীর তীরঘেঁষে
বন অরণ্য মাঝে বাঁশ টিনের গৃহে
জন্ম তাঁর ৮ জানুয়ারী ঊনিশশত পঞ্চাশ খ্রিস্টাব্দে,
বনলতা ঘাস-পাতা ফড়িং এর পিছে ছুটা-ছুটি
বন অরণ্যের সাথে বন্ধুত্ব ও সখ্যতা সর্বক্ষণ
পিতা-মাতার দেওয়া নাম তাঁর সুনীল ডানিয়েল রোজারিও।

গ্রাম্য মেঠো পথের ধূলা-বালি
কাদা-জল গায়ে মেখে বেড়ে উঠা পল্লীবন্ধু হয়ে,
বিদ্যালয়ের যাত্রা শুরু স্থানীয় সেন্ট লুইস বিদ্যালয়ে
পিতা-মাতার কড়া নজরের মাঝেও কিশোরটি দূরন্ত-বাড়ন্ত
হৃদয় মনে গানের সুর বাজে: যাত্রা-নাটক অভিনয়-সংগীত সাধনাতে।

পারিবারিক প্রার্থনা ও মিশনারী যাজকদের জীবন দৃষ্টান্তে
যাজক হবার স্বপ্ন হৃদয় কোণে দানা-বাঁধে,
সাধ-স্বপ্ন আর দৃঢ় ইচ্ছাকে সম্বল করে
গৃহত্যাগ যাজক হবার বাসনা নিয়ে
নিজ ধর্মপল্লীর আত্মীয়-বন্ধু পল ও প্যাট্রিক গমেজের সাথে।

গ্রাম থেকে শহর জীবন কিছুটা ভিন্ন; বৈরী বাস্তবতার মাঝে
জীবন সংগ্রাম যাজকীয় গঠন ও বিদ্যালাভের জন্যে,
ধ্যান-জ্ঞান ও সংগীতের অনুশীলনের সাধনা নিত্য-দিনে
দেশজ চিন্তা-চেতনার উপাসনা সংগীতে
কথা-কণ্ঠ-সুর সাধনা নিবেদিত জীবনের প্রতি প্রহরে।

যাজকাভিষেকের গুণে ‘চিরকালীন যাজক’ প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে
যাজকীয় সেবাদান, ধর্মপল্লী, যোগাযোগকেন্দ্র, রেডিও ভেরিতাসসহ নানা স্থানে
মেধা মননের স্বাক্ষর সংগীত ভুবনে, সংবাদ পাঠে, অনুবাদে, লেখালেখি ও কলামে,
ধীরস্থির শান্ত স্বভাবের মধুর কণ্ঠের সুর সাধক, করোনা-ক্যানসারে সাথে যুদ্ধ করে
ঘুমিয়ে গেছে ‘গানের পাখী’-মহাকালের-মহাডাকে জীবন স্রষ্টার ইচ্ছাতে
কৃতজ্ঞতা-প্রার্থনার স্তুতি নৈবেদ্য ‘গানের পাখী’ ফাদার সুনীল ডানিয়েল রোজারিও‘র জন্য।

(৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ)

Please follow and like us: