গত ১ থেকে ৪ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দে, পিএমএস রাজশাহী এর আয়োজনে “যীশুর বুলি শিক্ষা দাও, খ্রিস্ট সমাজ গড়ে নাও” এই মূলসুরের উপর ভিত্তি করে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ৫৬ জন শিশু এ্যানিমেটরদের নিয়ে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হল শিশু এ্যানিমেটরদের গঠন ও প্রশিক্ষণ কর্মশালা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ধর্মপল্লীর শিশুমঙ্গল পরিচালনার জন্য উপযোগী নানা বিষয়ে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে অংশগ্রহণকারীদের জন্য ধন্যবাদের খ্রিস্টযাগ উৎস¦র্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, মন্ডলীতে দক্ষ এ্যানিমেটরদের প্রয়োজন কারণ এ্যানিমেটরগণ হলেন প্রাণ সঞ্চারকারী এবং ধর্মপল্লী ও মন্ডলীর জন্য সাহায্যকারী। এই কর্মশালায় অংশগহণকারীদের জন্য ছিল আনন্দ ভ্রমন ও শিশুমঙ্গল পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য দু’টি ধর্মপল্লী প্রদর্শন। পরিশেষে, রবিবাসরীয় পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এই শিশুমঙ্গল এ্যানিমেটরদের গঠন ও প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত ঘোষণা করা হয়।

Please follow and like us: