ফাদার দিলীপ এস. কস্তা
পরিমল পালমা ও শিখা গমেজের
দ্বিরত্নের প্রথম রত্ন ডেভিড পিটার পালমা।
ছায়া-সিগ্ধ বসতবাড়ি বাগবাচ্চায়
বেড়ে উঠা, পথচলা, বর্ণমালা শিক্ষার প্রতিযোগিতা আপনগৃহে।
অতি সাদামাটা পরিবেশের মধ্যেই
জীবন গঠনের নামতা মুখস্থ করা,
পিতামাতার নিবিড় সান্নিধ্য-ভালবাসার ছোঁয়ায়
মান-অভিমানের লুকোচুরিতে পথচলা।
সুখ-দুঃখ, শীত-বসন্তের অভিজ্ঞতা
অঙ্গে মেখে, ডেভিড পিটার পথ চলেছিলো সবার সাথে
বাড়ন্ত-দূরন্ত কৈশোর কালের স্বপ্নদানা বেঁধে
হৃদয়কোণে যাজক হবার স্বপ্নে বিভোর দোলনাতে।
কাঁনামাছি, দারিয়াবান্দা খেলার পথ পেরিয়ে
স্কুলের বর্ণমালা-কবিতা-নামতার সাথে সখ্যতা,
বিদ্যাজ্ঞানের প্রচেষ্টা মাঝে: জীবনের স্বপ্ন প্রাণে দোলা দেয়
গির্জা-প্রার্থনা, পিতামাতা, স্বজন-প্রিয়জনের আশির্বাদ লাভে।
স্বাধ-স্বপ্নপূরণের তাগিদে সেমিনারীতে প্রবেশ দৃঢ় মনোবলে
সাধন-ভজন ও অধ্যয়ন: ত্যাগ-সেবা-কৌমার্য ব্রতধ্যানে,
‘অভিষিক্ত যাজক’ পিতার মৃত্যুর পূর্বক্ষণে চিরকালের জন্য
অসীম সাহস ও কর্মস্পৃহায় যাজকীয় জীবন শুরু যিশুপ্রেমে।
সততা, বন্ধুত্ব ও যাজকীয় সংস্কারের আনন্দ ধ্যানে
দিন-মান, ছুটাছুটি ও কাজ ধর্মপল্লী চত্বরে
নিত্যদিনের প্রিয় বাহক ও ট্রাকের সংঘর্ষে
জীবনের প্রাণবায়ু নিঃস্তব্দ নিথর, জীবন থেকে বিবর্ণ পথে।
মুক-বধির-স্তব্দ হৃদয় মনসত্ত্বা
নিষ্ঠুর দানব যন্ত্রের আঘাত পাঠায় মর্গে,
প্রিয় ফাদার ডেভিড পিটারের যাজকত্ব জীবন
একবছর চারমাস আঠাশদিনের শোকাবহ
হৃদয়ের আকুল প্রার্থনা- ভালো থেকো পরপাড়ে
শোকের ‘নীলকণ্ঠে’র বর্ণমালা তোমার হৃদয় দর্পণে।





