গত ২০ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস লাইফ প্রকল্পের উদ্যোগে মহিষবাথানস্থ কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অফিসের হলরুমে অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হলো বিশ^ শিশু দিবস। শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- “আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যত।” শিশু ও তাদের অভিভাবকগণ যাতে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা পাওয়া এবং নৈতিকতা মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে এ বিষয়ে উপস্থিত সকলের সচেতনতার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। উক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মো: হামিদুল হক, মাননীয় জেলা প্রশাসক, রাজশাহী। সভাপতির আসন গ্রহণ করেন ফাদার উইলিয়াম মুরমু, চ্যান্সেলর রাজশাহী ধর্মপ্রদেশ এবং আরপিসি সদস্য ও চ্যাপ্লেইন, কারিতাস রাজশাহী অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: রিফাত আরা, মেজিষ্ট্র্যাট রাজশাহী এবং মিস লুচিয়া মার্ডী, কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), কারিতাস রাজশাহী অঞ্চল। অনুষ্ঠানে প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। দিবস উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম গান, নাচ, কবিতা ও ছড়া আবৃতি, চিত্রাংকন, গল্প বলা ও মাটির কাজ প্রতিযোগিতায় বিজয়ী ১২০ জন শিশুকে পুরস্কৃত করা হয়।
আজকের শিশুরাই, আগামী দিনের ভবিষ্যত
Please follow and like us: