গত ২৩ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের লাইফ প্রকল্পের উদ্যোগে “ডাস্টবিন ব্যবহার চাই, নদী ও পরিবেশ বাঁচাই” শ্লোগানকে সামনে রেখে মাননীয় রাজশাহী জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে ভ্রমণতরী মাঝিদের মাঝে বিতরণ করা হলো ময়লা ফেলার জন্য ৪২টি ডাস্টবিন। এই অনুষ্ঠানে জেলা প্রশাসক, রাজশাহী, জনাব মো: হামিদুল হক প্রধান অতিথির আসন অলংকৃত করেন। সভাপতিত্ব করেন জনাব সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: কোহিনুর আলম, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী, জনাব মো: রিফাতুল ইসলাম, সহকারি কমিশনার (শিক্ষা ও কল্যাণ), রাজশাহী, জনাব মো: মেহেদী মাসুদ, ইনচার্জ, আরএমপি নৌ পুলিশ, রাজশাহী, জনাব মো: মতিউর রহমান, কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, রাসিক এবং মিস্ লুচিয়া মার্ডী, কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), কারিতাস রাজশাহী অঞ্চল। অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, রাজশাহী শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান টি-বাঁধ। এখানে অনেক পর্যটক আসেন পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকে নদীতে নৌকা ভ্রমণ করেন। কিন্তু অনেক নৌকা ভ্রমণকারী বাদাম খোসাসহ কাগজ, পলিথিন নদীতে ফেলেন যা নদীর তলদেশে স্তুপ আকারে জমা হয়ে নদীর গভীরতা দিন দিন হ্রাস পাচ্ছে। অপরদিকে টি-বাঁধের উপরেও ভ্রমণকারীগণ ও দশর্ণার্থীগণ যত্রতত্র কাগজ, পলিথিন ফেলে টি-বাঁধ এলাকার সৌন্দর্য্য নষ্ট করছেন। এজন্য নদী ও টি-বাঁধ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে ৪০টি ডাস্টবিন মাঝিদের জন্য এবং ২টি ডাস্টবিন টি-বাঁধের উপরে রাখার জন্য বিরতণ করা হয়। এছাড়াও অতিথিগণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও টি-বাঁকে পরিষ্কার রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মাঝিসহ এলাকাবাসী প্রায় ১০০ জন উপস্থিত ছিলো।
ডাস্টবিন ব্যবহার চাই, নদী ও পরিবেশ বাঁচাই
Please follow and like us: