কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি
এসো আমরা প্রার্থনা করি যাতে আমরা জানতে পারি কীভাবে অবধারণ করতে হয় এবং কীভাবে খ্রিস্টিয় জীবনের পথ বেছে নিতে হয় এবং যে-পথ যিশুখ্রিস্ট ও মঙ্গলসমাচার থেকে আমাদের দূরে নিয়ে যায় তা বর্জন করতে হয়।
প্রথমেই আমাদের জানতে হয় “অবধারণ” শব্দের অর্থ কী? “অবধারণ” হচ্ছে জানার পদ্ধতি বা প্রক্রিয়া, ধারণা বা জ্ঞান লাভ করার প্রক্রিয়া। “অবধারণ” হচ্ছে পবিত্র আত্মার শক্তি, যে-শক্তি দিয়ে আমরা যিশুর পথ বা মঙ্গলসমাচারের পথ আবিষ্কার করি। অন্যভাবে বলা যায় “অবধারণ” হচ্ছে পবিত্র আত্মার শক্তির সহায়তায় ঈশ্বরের ইচ্ছা জানা এবং সেই অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা।
সিনড-বিশিষ্ট মণ্ডলীতে আত্মার এই গুণ বা শক্তি নিয়ে বর্তমানে অনেক বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে। একসঙ্গে পথচলার জন্য অন্যের কথা শোনার একটা দায়বদ্ধতা আছে। ঠিক একইভাবে যে ব্যক্তি কথা বলবে তাকেও কিন্তু আত্মার শক্তি দ্বারা, বিশেষভাবে প্রার্থনা ও নীরবতায় ঈশ্বরের ইচ্ছা অবধারণ করার দায়বদ্ধতা আছে। যিশু কী চায়, মঙ্গলসমাচার কী বলে তা কিন্তু সবাইকে জানতে হবে, শুনতে হবে, অবধারণ করতে হবে।
অবধারণের মাধ্যমে পবিত্র আত্মায় আমরা যিশুর কথা শুনি, তাঁর দ্বারা বা তাঁর মঙ্গলবাণীর দ্বারা নির্ধারিত পথ আমরা শুনতে পাই এবং অন্যের সাথে তা নম্রভাবে শেয়ার করি। অবধারণের মাধ্যমে আমরা খ্রিস্টিয় জীবনের শুভ পথ বেছে নিই এবং খ্রিস্টিয় জীবনের পরিপন্থী সকল পথ বর্জন করি।
এসো আমরা পোপ চতুর্দশ লিও’র সাথে একাত্ম হয়ে “অবধারণ” প্রক্রিয়ায় পথ চলতে আমরা আরও গঠিত ও প্রশিক্ষিত হই। পবিত্র আত্মা আমাদের প্রার্থনা শ্রবণ করুন। আমেন।