শোকের ‘নীলকণ্ঠে’র দুঃখী বর্ণমালা (প্রয়াত ফাদার ডেভিড পিটার পালমার করকমলে)
ফাদার দিলীপ এস. কস্তা পরিমল পালমা ও শিখা গমেজের দ্বিরত্নের প্রথম রত্ন ডেভিড পিটার পালমা। ছায়া-সিগ্ধ বসতবাড়ি বাগবাচ্চায় বেড়ে উঠা, পথচলা, বর্ণমালা শিক্ষার প্রতিযোগিতা আপনগৃহে। অতি সাদামাটা পরিবেশের মধ্যেই জীবন গঠনের নামতা মুখস্থ করা, পিতামাতার নিবিড় সান্নিধ্য-ভালবাসার ছোঁয়ায় মান-অভিমানের লুকোচুরিতে পথচলা। সুখ-দুঃখ, শীত-বসন্তের অভিজ্ঞতা অঙ্গে মেখে, ডেভিড পিটার পথ চলেছিলো সবার সাথে বাড়ন্ত-দূরন্ত কৈশোর কালের […]














