ফাদার এমিলিও স্পিনেল্লী, পিমে : একজন ভিন্ন ধরণের মিশনারী
ইটালী দেশের পিমে মিশনারীদের একজন সদস্য ফাদার এমিলিও স্পিনেল্লী একজন ভিন্ন ধরণের মিশনারী ছিলেন। বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে তাঁর আগমনের প্রথম থেকেই আমি তাঁকে চিনতাম। তবে ১৯৮৩ খ্রিস্টাব্দে আমি যখন সুইহারী ধর্মপল্লীতে “যিশু নাম গঠন গৃহ” নামক নতুন ইন্টারমিডিয়েট সেমিনারী শুরু করি, তখন তাঁকে আরও ঘনিষ্ঠভাবে চিনার সুযোগ হয়েছিল। তিনি সেই সময় পিমে মিশনারীদের […]











