মাটির উপর রং
জন-জীবনের কথা ফাদার সাগর কোড়াইয়া অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষ বিপরীত। মানুষের এমন কিছু গুণাবলী রয়েছে যা শুধুই মানুষের এখতিয়ারে। দর্শনের আলোকে বলা যায়, মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন যুক্তিবাদী প্রাণী। এই দু’টি গুণ যদি মানুষকে দেওয়া না হতো তাহলে অন্যান্য প্রাণীদের মতোই হতো মানুষের সমস্ত কাজকর্ম। মানুষ যদি যুক্তিবাদী না হতো তাহলে সৃষ্টির সৌন্দর্য দেখতো কিনা সন্দেহ। কিন্তু […]