‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ লতাজি চলে গেলেন
ফাদার সাগর কোড়াইয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন আমাদের বাড়িতে প্রথম টেপরেকর্ডার আনা হয়। মনে পড়ে- মধ্যরাতে বাবা ঢাকা থেকে টেপরেকর্ডারটি এনেছিলেন। বিদ্যুৎ সংযোগ ছিলো না সে সময়। তৎকালীন হক্ ব্যাটারী দিয়ে টেপরেকর্ডার চালানো হয়। আমরা ঘুমিয়ে ছিলাম। বাবা ব্যাটারী সংযোগ দিয়ে টেপরেকর্ডারটি চালু করেন। সে সময়ই প্রথম ক্যাসেট প্লেয়ার দেখা। রাতের আঁধার ভেদ করে মিষ্টি সুরেলা […]