অনেক দিয়েছ, অনেক নিয়েছি, অনেক জমেছে ঋণ
ফাদার সাগর কোড়াইয়া “এই মুখ খুলে জোরে বল্…ক, খ- অ, আ”। স্কুলের গেটের বাহির থেকে এই শিক্ষা পদ্ধতি স্পষ্ট শোনা যেতো তাঁর মুখে। হাতে শাস্তির উৎকৃষ্ট উপকরণ নিয়ে শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডের সামনে থেকে পিছন পর্যন্ত হেঁটে হেঁটে মনোযোগের সাথে ছাত্র-ছাত্রীদের পড়াতেন তিনি। ছাত্র-ছাত্রীরা ভয়ে অস্থির হয়ে থাকতো- এই ভেবে যে, এই বুঝি উৎকৃষ্ট উপকরণের উত্তম ব্যবহার […]