হারিয়ে গেলেন সুরের যাদুকর ফাদার লেনার্ড রোজারিও
জন-জীবনের কথা ফাদার সাগর কোড়াইয়া ফাদার লেনার্ড রোজারিও’র সাথে তেমন একটা পরিচয় ছিলো না। তবে তার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে বেশ কয়েকবার। কথা হয়েছে; একসাথে খাওয়া-দাওয়াও করেছি। ফাদার লেনার্ডকে প্রথম দেখি রমনা সেমিনারীতে থাকাকালীন। তখন তিনি সম্ভবত মাউসাইদ ধর্মপল্লীতে কর্মরত। একদিন সেমিনারীতে মঙ্গলবারে সন্ধ্যাকালীন খ্রিস্টযাগ উৎসর্গ করতে এসেছিলেন। শ্মশ্রুমণ্ডিত চেহারার মধ্যে সাধু পুরুষ ভাব রয়েছে। […]




