কাথলিক মণ্ডলিতে কেন থাকব?
ভূমিকা বর্তমানে অনেক দেশের কাথলিক মণ্ডলির খ্রিস্টভক্তদেরমধ্যে অনেকের কাথলিক মণ্ডলি থেকে বেড়িয়ে যাওয়ার প্রবনতা লক্ষ্য করা যায়। ইউরোপ, আমেরিকা ও অষ্ট্রেলিয়ার অনেক মানুষই এখন নিজেদেরকে কাথলিক মণ্ডলি ত্যাগ করা “প্রাক্তন সদস্য” বলে দাবী করেন। তাদের যুক্তি হল কাথলিক চার্চ বা মণ্ডলি অতীতে অনেক সামাজিক অন্যায্যতা ও মানবতা-বিরোধী পাপের সঙ্গে জড়িত ছিল; বা কোন কোন ক্ষেত্রে […]