ভক্তি-বিশ্বাসে প্রভুর পবিত্র বাণী পাঠ ও শ্রবণ
ফা: সুশীল লুইস পেরেরা শুরুর কথা: মঙ্গলময় প্রভু পরমেশ্বর তাঁর অমর বাণী আমাদের কাছে প্রকাশ করেছেন পবিত্র বাইবেলে। আর আমরা তাঁর বিশ্বাসী মানুষ গভীর ভক্তি-শ্রদ্ধায় সেই অমৃত বাণী পাঠ-শ্রবণ করি ও তার গভীরতায় জীবনধারণ করতে বার বার ডাক ও দায়িত্ব পাই। আমরা তাই ব্যক্তি, পরিবার, দল, সমাজ, প্রতিষ্ঠান ও মাণ্ডলিক জীবনের নানা পরিসরে সেভাবে প্রভুর […]