থাইল্যাণ্ড থেকে ফিরে
ফাদার সাগর কোড়াইয়া একমাস বাদেই আবারো থাইল্যাণ্ড যেতে হবে ভাবিনি। এবারের গন্তব্য ব্যাংকক হয়ে উত্তর থাইল্যাণ্ডের চিয়াংমাই ধর্মপ্রদেশের চমথং জেলার আন্তর্জাতিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে (আইওয়াইটিসি) মানবাধিকার ও ন্যায়বিচার বিষয়ক সক্ষমতা বৃদ্ধি নামক কর্মশালায় অংশগ্রহণ। জুন মাসে তিনজন গিয়েছিলাম। তবে এইবার আমাকে একাই যেতে হয়েছে। একা কখনো দেশের বাহিরে যাইনি। তাই ভয় কাজ করছিলো। আরো ভয় […]