বিজয়ের আনন্দ
ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম আজ আমরা পালন করছি মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বিজয় মহামূল্যবান। বিজয় মানুষকে স্বাধীন করে। আর স্বাধীনতা মানুষকে মুক্ত করে সকল সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক বন্ধন হতে। আমাদের এই বিজয় একদিনে আসেনি। এ বিজয় বহু ত্যাগ তিতিক্ষা ও অধ্যাবসায়ের ফল। আমাদের এ বিজয় প্রতিটি মানুষের […]