রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো এইচ.এস.সি পরীক্ষা-উত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ- ২০১৯খ্রিস্টাব্দ
“জীবনাহ্বানে যুব সমাজ, প্রাণবন্ত খ্রিস্টমণ্ডলী” এই মূলসুরের উপর এবছর রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্দ্যেগে ‘এইচ.এস.সি পরীক্ষা-উত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ ২০১৯’ – এর আয়োজন করা হয়েছিল গত ২৬ মে থেকে ০২ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, রাজশাহী। উক্ত প্রশিক্ষণে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১২৫ জন। এয়াড়াও প্রশিক্ষণে ২ জন ফাদার, ৬ জন সিস্টার এবং […]