মথুরাপুরের কাতুলীতে সাধু আন্তনীর পর্ব উদযাপন
বরেন্দ্রদূত সংবাদদাতা মথুরাপুর ধর্মপল্লীর কাতুলী গ্রামে সাধু আন্তনীর পর্ব পালন করা হয়েছে। নয়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি নভেনার পর মহাসমারোহে এই পর্ব পালিত হয়। ২৮ ফেব্রুয়ারি পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন খুলনা ধর্মপ্রদেশের ধর্মপাল জেমস রমেন বৈরাগী। এছাড়াও পাল পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও, অন্যান্য ফাদার, সিস্টার এবং উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। বিশপ জেমস রমেন বৈরাগী খ্রিস্টযাগের উপদেশে […]