ফৈলজানা ধর্মপল্লীতে শিশু মঙ্গল দিবস উদযাপন
সংবাদদাতা: জনি জেমস্ মুরমু, সিএসসি “শিশুরা শিশুদের সাহায্য করে” মূলভাবের আলোকে ফৈলজানা ধর্মপল্লীতে পালিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস। ২ মার্চ ৮৬ জন শিশু, এনিমেটর এবং অভিভাবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। খ্রিস্টযাগে পাল পুরোহিত ফাদার হেমলেট, সিএসসি বলেন, শিশুরা অনুকরণ করতে পছন্দ করে। তাই শিশুদের সামনে সকলের ভালো আদর্শ স্থাপন করা উচিত। খ্রিস্টযাগের পর শিশুদের অংগ্রহণে […]