শিক্ষার আলো ছড়াতে গাব্রিয়েল সম্প্রদায়ের আন্ধারকোঠায় আগমন
সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীতে ভারত থেকে গাব্রিয়েল সম্প্রদায়ের দুইজন ব্রাদার যাকোব পাঞ্জিকারান ও রাজেশ বারলার এসেছেন। ২০২৪ খ্রিস্টাব্দ থেকে এ লক্ষ্য পূরণের জন্য ব্রাদারগণ বেশ কয়েকবার বাংলাদেশে তথা রাজশাহী ধর্মপ্রদেশে এসেছেন। রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা ধর্মপল্লীকে তারা তাদের এ লক্ষ্য পুরণের জন্য বেছে নেন। এরই ধারাবাহিকতায় […]