লক্ষ্মণপুর ধর্মপল্লীতে পালকীয় কর্মশালা অনুষ্ঠিত
ফাদার সমর দাংগ, ও.এম.আই. সাধু ইউজিন ধর্মপল্লী, লক্ষ্মণপুরে পালকীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ পালকীয় কর্মশালার বিষয়বস্তু ছিলো “মিলন সাধনা: অন্তর্ভূক্তি ও সংহতি”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে নির্বাচিত প্রতিনিধি, ধর্মপল্লী পরিচালনা পরিষদের সদস্য-সদস্যা ও গ্রামের প্রার্থনা পরিচালকগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। পালকীয় মূলসুরের ওপর ধর্মপ্রদেশের ধর্মপালের পালকীয় পত্রটি ফাদার সমর দাংগ ও.এম.আই. ধর্মপল্লীর প্রতিটি গ্রামের […]