নবাই বটতলায় মে মাসের সমাপ্তি ও মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব উদযাপন
গত ৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ ‘প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়’- মূলসুরের উপর ভিত্তি করে নবাই বটতলা ধর্মপল্লীতে নবাইবটতলা ধর্মপল্লীর উদ্যোগে মে মাসের সমাপ্তি ও মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব উদযাপন করা হয়। এতে বিভিন্ন গ্রামের প্রায় ২৩০ জন মারিয়া সংঘের সদস্য-সদস্যাসহ মায়েরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানসূচীতে ছিল পবিত্র খ্রিস্টযাগ, মূলভাবের উপর সহভাগিতা, মা মারিয়ার প্রতি ভক্তি বৃদ্ধিকরণে […]